চাঁদপুরের দু’ থানার ৪ অফিসারকে রদবদল ও ১ জনকে ক্লোজড করা হয়েছে। গতকাল ২২ ফেব্রুয়ারি সোমবার পুলিশ সুপার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনিকে চাঁদপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ করা হয়েছে। চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত আঃ রশিদকে অফিসার ইনচার্জ করা হয়েছে। চাঁদপুর মডেল থানার পরিদর্শক তদন্ত হারুনুর রশিদকে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে। অপরদিকে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিনকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। চাঁদপুর মডেল থানার পরিদর্শক তদন্ত হিসেবে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ সুজল বড়–য়াকে দায়িত্ব দেয়া হয়েছে।