এসএসসি ২০০২ ব্যাচের বন্ধুরা নিজেদের অর্থ দিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। গতকাল ২২ জানুয়ারি শুক্রবার সকালে তারা ফরিদগঞ্জ উপজেলায় শীতবস্ত্র বিতরণ করেছে। ফরিদগঞ্জ এ আর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উইন্টার ওয়ার্ম নামে ২০০২ ব্যানারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেয়। আছিফুর রহমান ছোটনের সঞ্চালনায় এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ এ আর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, সহকারী শিক্ষক রফিক পাঠান, আনসার উদ্দিন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সম্পাদক প্রবীর চক্রবর্তী, ২০০২ ব্যাচের সদস্য আবু সুফিয়ান শাহীন, আব্দুল গাফ্ফার সজিব, আমিনুল, মিঠুন, রাজিব, শরীফ, রুবেল, সোহেল গাজী, সোহেল, বোরহান উদ্দিন, জুয়েল, গাফ্ফার মিন্টু প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ পূর্বে আলোচনা সভায় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, আমরা মানবিক বাংলাদেশ গড়তে চাই। এসএসসি ২০০২ সালের ব্যাচের সদস্যরা যেভাবে সারা দেশে সেবামূলক কর্মকা- করে যাচ্ছে, তা দৃষ্টান্তমুলক। আশা করছি আগামীদিনেও তারা এ ধারা অব্যাহত রাখবে।
ব্যাচের সদস্যদের মধ্যে বক্তারা বলেন, আমরা ২০০২ সালের সারা দেশের বন্ধুরা দেশের দুর্যোগময় মুহূর্তসহ বিভিন্ন সময়ে মানবিক কাজ করেছি। এ বছর আমরা শীতার্তত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। এগুলো দান নয়, আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য উপহার।