কচুয়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান খান আলমগীর এমপির পক্ষ থেকে গরীব-দুঃখি অসহায় প্রায় ১ শতাধিক শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের সুবিদপুর এবং কচুয়া পৌরসভার ৫ এবং ৬ নং ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে এ শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেন, সিটি মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ডা. রিফায়েত উল্লাহ শরীফ।
এ সময় উপস্থিত ছিলেন, কচুয়া পৌর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ও যুবলীগ নেতা মহিতুল ইসলাম ফরহাদ, কচুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহিম খলিল বাদল, কড়ইয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাইফুল ইসলাম রিয়াদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।