আগামী ২০ অক্টোবর নির্বাচন
কচুয়ার সাচার ও গোহট ইউনিয়নে উপ-নির্বাচনের তফসিল ঘোষনা
জিসান আহমেদ নান্নু ॥
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর, ২০২০
কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান মো. ওসমান গনি মোল্লা ও ১০নং গোহট উত্তর ইউনিয়নের চেয়ারম্যান হাজী আব্দুল হাই মুন্সীর মৃত্যুজনিত কারণে উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার কচুয়া উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার কাজী আবু বকর সিদ্দিক এ নির্বাচনের তফসিল ঘোষনা করেন।
নির্বাচন অফিসের ঘোষিত তফসিল অনুসারে ওই দুই ইউনিয়নের মনোনয়ন পত্র দাখিল ২৩ সেপ্টেম্বর, বাচাঁই ২৬ সেপ্টেম্বর, প্রত্যাহারের শেষ দিন ০৩ অক্টোবর এবং ২০ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। এেিদক কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নে ও ১০নং গোহট উত্তর ইউনিয়নের উপ-নির্বাচনের তারিখ ঘোষনার পর পর ওই দু’ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মাঝে তুমুল প্রচারনা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।