শাহরাস্তিতে গৃহপ্রাপ্ত উপকারভোগীদের মাঝে নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালি দ্রব্যাদি ক্রয়ের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ২১ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০১৯-২০২০ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের আওতায় শাহরাস্তি উপজেলায় গৃহপ্রাপ্ত উপকারভোগীদের মাঝে নিত্য প্রয়োজনীয় গৃহস্থালি দ্রব্যাদি ক্রয়ের জন্য নগদ অর্থ বিতরণ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ উল্যাহ চৌধুরী।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান ও মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল। সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান, সাংবাদিক এবং উপকারভোগীগণ।
উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, শাহরাস্তি উপজেলায় যারা ঘর পেয়েছেন তাদের মধ্য হতে ১৬০ জন উপকারভোগীর মাঝে ৫ হাজার টাকা করে মোট ৮ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। এছাড়াও উপজেলা আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।