মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড, বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক নির্মল ঘোস্বামী। গতকাল ১৭ অক্টোবর দুপুর ২টায় তিনি কলেজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।
এ সময় কলেজের মাঠ ও নিচু ভূমি ভরাট, সীমানা প্রাচীর নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কাজের বিষয়ে তথ্য তুলে ধরেন নারায়ণপুর ডিগ্রি কলেজ গভার্নিং বডির সভাপতি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলকের একান্ত সচিব মো. সাইফুল ইসলাম (উপ-সচিব)।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুর ছাত্তার প্রধান, দেবাশীষ, কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনসহ কলেজ কমিটির সদস্যবৃন্দ। কলেজের সার্বিক উন্নয়ন বাস্তবায়নে গভর্নিং বডির সভাপতি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।