প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির তৃতীয় দিনেও চাঁদপুরের পদ্মা-মেঘনায় নৌ-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। এসব অভিযানে আটক ১৩ ইলিশ শিকারীর মধ্যে ৮জনকে পৃথক মেয়াদে সাজা, ৪ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা ও ১জনকে ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।
১৬ অক্টোবর শুক্রবার ভোর থেকে জেলার মতলব উত্তরের ষাটনল থেকে দক্ষিণের চরভৈরবী পর্যন্ত প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বেশ কয়েকটি দল এমন অভিযানে অংশ নেয়। এতে নৌ-পুলিশের একাধিক দলকে তাদের সঙ্গে দেখা গেছে।
এ সময় জেলার মতলব উত্তরে ৭ জন এবং হাইমচর থেকে ২জন জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদ- জরিমানা আদায় করা হয়। এদের মধ্যে হাইমচরে ২ জেলেকে ২ বছর, মতলব উত্তরে ৭ জেলেকে ১মাস এবং ১জনকে নগদ ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া প্রায় ২লাখ মিটার জাল জব্দ করা হয়। পরে এসব জাল আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।
অপরদিকে বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের আলু বাজার ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে মা ইলিশ শিকারী ৪ জেলেকে আটক করে।
আটক জেলেরা হলো : শরীয়তপুর জেলার সখিপুরের সিরাজ মিজির ছেলে মোঃ কালু মিজি (২১), একই জেলার জাহাঙ্গীর শেখের ছেলে মোঃ রাব্বি শেখ (২০), আলী হোসেন বাবুর্চীর ছেলে মোঃ জাফর ইসলাম (২০) ও ফারুক মিয়ার ছেলে মোঃ শাহাদাত (১৯)।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী জানান, মা ইলিশ সংরক্ষণে পালাক্রমে ১০টি দল দিনরাত নদীতে দায়িত্ব পালন করছে।
প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণে দেশের উপকূলীয় ১৯টি জেলার নদ-নদীতে সবধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। শুধু তাই নয়, এ সময় মাছ বিক্রয়, পরিবহন ও মজুদও নিষিদ্ধ থাকবে।