চাঁদপুর পৌরসভা নির্বাচনের ফলাফলের সরকারি গেজেট প্রকাশিত হয়েছে। ১৫ অক্টোবর বৃহস্পতিবার ঢাকায় গেজেটটি প্রকাশিত হলেও, চাঁদপুরের নির্বাচন সংশ্লিষ্টরা কর্মকর্তারা এ বিষয়টি পরদিন জেনেছেন। সপ্তাহের যেকোনোদিন নব-নির্বাচিত মেয়র, ১৫ জন সাধারণ কাউন্সিলর ও ৫ জন সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। নিয়মানুযায়ী চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মেয়রকে শপথ বাক্য পাঠ করানোর কথা। তবে এ শপথ বাক্যের স্থান ও সময় সম্পূর্ণ নির্ভর করছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের উপর। তিনি যদি মনে করেন চাঁদপুর এসে শপথবাক্য পাঠ করাবেন, তা সম্পূর্ণ তার এখতিয়ার। নয়তো বা নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের চট্টগ্রামে গিয়ে শপথ নিতে হবে। তবে সেটা সময়ই বলে দিবে।
উল্লেখ্য, চলতি মাসের ১০ অক্টোবর চাঁদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মেয়র পদে নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল। এছাড়া ১৫ জন সাধারণ কাউন্সিলর ও ৫ জন মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।